রেজানুর ইসলাম,গাজীপুর:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সর্বপ্রথম জাতির পিতাই দেশের ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় পরিবার পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে ১৯৯৭ সালে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে মে ২০২১ পর্যন্ত সময়ে মোট ৩ লাখ ৭৩ হাজার ৫৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে (ব্যারাক, বিশেষ ডিজাইনের ঘর, নিজ জমিতে ঘর, দুই শতক জমিসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ ইত্যাদি)।
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
০৯/০৯/২০২১ ইং তারিখ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ড এলাকায় মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে মতবিনিময় সভার আয়োজন করে গাজীপুর সদর উপজেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক গাজীপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত জিনাত, সভাপতি লেডিস ক্লাব গাজীপুর। অতিথিবৃন্দ পুনর্বাসিত পরিবারের অার্থ সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সকল সহযোগিতা প্রদানের জন্য আশ্বস্ত করেন এবং প্রকল্পের মধ্যে বৃক্ষরোপণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল জাকী,উপজেলা নির্বাহী অফিসার,গাজীপুর সদর উপজেলা, জনাব তানিয়া তাবাসসুম,সহকারী কমিশনার (ভূমি),গাজীপুর সদর ও স্থানীয় ব্যক্তিবর্গ।